সংগীত – আকাশের দ্বার খুলিয়াছে আজ

লাবিব মাহফুজ

আকাশের দ্বার খুলিয়াছে আজ
রুধিবে কি গো আর,
অঝোরে ঝড়িছে আশীষধারা
মোর তরে অনিবার।

সূচীপত্র দেখুন :

লুটায়ে শ্রী চরণে
অর্ঘ্য সপিনু গানে গানে
রিমিঝিমি রিমিঝিমি নূপুর ছন্দে
অবিরাম স্রোতধার –
আমি বৃষ্টির প্রতি ফোঁটায় ফোঁটায়
লিখি স্তব যে তোমার।

তোমার করুণাধারা
প্রকাশিত আজ সর্বদিকে
সকলের তরে হয়ে বাঁধন হারা।
তোমার দ্রাক্ষা-শারাব তীরে
আমি গান লিখি আঁখিনীড়ে
চরণ ছন্দ করে মোর কন্ঠহার।

রচনাকাল – 08/08/2019

আপন খবর