লাবিব মাহফুজ
করিয়া সৃজন সাকারে ত্রিভুবন
কোন রূপে লুকায়ে সাঁই,
মসজিদ মন্দিরে, খুজি তোমা তরে
বলোনা কোন রূপেতে পাই।
হইল আশ তব হৃদয়ও মাঝারে
করিবে লিলা এ ভব দুয়ারে-
ছড়ায়ে জ্যোতি, হইলে বিস্তৃতি
আপনও রূপ রাখলে কোথায়।
সৃষ্টি প্রলয় তব জন্ম মৃত্যু
স্থিতি নবদ্বীপে জানিও সত্য-
কোন পথে তুমি, স্বরূপ লয়ে নামি
আলোকিত করলে জগৎ ঠাঁই।
প্রেমে সাজাতে ধরা নবদ্বীপে অবতারী
রয়েছ কোন রূপে লুকায়ে বংশীধারী-
মোহনও বাশীর সুরে, অনঙ্গ মঞ্জরে
লাবিবের হৃদ কমলে সে রূপও সদা চাই।
রচনাকাল – 15/11/2014