গোলাম রাশেদ
মন যে আমার উড়াল পাখি
সদায় করে উঁকি ঝুঁকি,
ইচ্ছে করে পাখিটারে
বন্দী করে রাখতে বুকি।
কত কথা বলি তারে
শোনে না সে কোন বুলি
ধরতে গেলে দেয় না ধরা
দিচ্ছে উড়াল পাখনা খুলি।
স্থির হয়ে চলে না সে
ছোটাছুটি শুধু করে
এদিক সেদিক ঘুরে ফিরে
থাকতে যে চায় না ঘরে।
বলি তারে মন রে পাখি
সদা সত্য কথা বলবি
কুপথে তুই দিস না রে মন
সু পথে তে সদায় চলবি।
শোনে না সে আমার কথা
সদায় দেয় সে প্রাণে ব্যথা
মন পাখিটার কত কথা
হৃদয়ে মোর আছে গাঁথা।