লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
কে তুমি? প্রকাশিছ নিজেরে
ধরার সকল বিচিত্রতায়,
কে তুমি, খুঁজো আপনারে
যে তুমি রয়েছো আপনায়।
2.
তোমার আত্মা মাঝে সমগ্র জগত
প্রতিটি বিন্দুতে রয় সিন্ধু যেমন,
আপনও আত্মজগত মন্থন করে
প্রাণপনে ধরো সেই পরম নিরঞ্জন।
3.
আপনও সত্ত্বা পরে জয়ী যদি হও
তবেই লভিবে আলো তোমার আধার,
আপনাতে তুমি যদি আপনি না জাগো
আধার হৃদয় তোমার না জাগিবে আর।
4.
আপন মুর্শিদের তরে নিজেরে বিলাও
কণামাত্রও আমিত্বের বাকী না রেখে,
সেইতো প্রকৃত ইনছান কামেল
গুরুর আর্শীতে যে নিজেরে দেখে।
5.
তোমার একত্ব মাঝে খোদার মাহাত্ম্য
খোদার সকল লীলার প্রকাশ তুমি,
তোমার মাঝেই রয় সৃষ্টির আদি অন্ত
পূর্ণ তুমিই জগতের জগৎস্বামী।
6.
ধরার বিধান সেতো সকলেরে গ্রাসে
শরৎ বসন্ত ফুরায় শ্রাবণের তরে,
সময়ের গতিপথ বয়ে যায় নিয়ত
শুধু অমর প্রেমেরে সে গ্রাসিতে না পারে।
7.
অখন্ড যে প্রাণ রয় ব্রহ্মান্ড ব্যাপী
ক্ষুদ্র প্রাণের মাঝেও তাহারি বিকাশ,
অনাদী অনন্ত সে বিশ্ব আত্মা রূপে
সকল আঁধারে গড়ে তাহার নিবাস।
8.
পথ দেখায় যে সেইতো মুর্শিদ
হাদী রূপ তার, জগৎময়,
বিশ্বাস ভরে চলো পথিক
যে পথ তোমার গুরু দেখায়।
9.
তোমার মাঝেই আছে অনন্ত তুমি
তোমাতেই প্রকাশিবে তাহার কিরণ,
নিজেকে যোগ্য করে ধারণ করো তাহারে
তোমাতেই গড়িবে সে তাহার ভূবন।
10.
আপনার প্রেম পথে আপনি চলো
তোমার আত্মায় বিরাজে যে পথ তোমার,
সব বন্ধন চ্ছিন্ন করি হওগো একা
একাকীতে, নিভৃতে, চলো নিরন্তর।
লেখক – লাবিব মাহফুজ চিশতী