লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
মোমবাতিটি জ্বলে যাবে নানা রঙে
শত সাহারার অভিসার-সাগর জলে,
এক ফোঁটা প্রেম বড়ই প্রয়োজন
শিশিরের কণা হয়ে, তপ্ত জীবন মূলে!
2.
তব পদতলে বহে মোর স্বপ্ন সাগর
আমি মগ্ন উজানস্রোতে,অথৈ পাথার!
অকূলে ভাসায়ে ভেলা, দিগন্তরেখায়
বেলা-অবেলায়,আঁকি ‘স্বপ্ন’ আমার!
না নিও সরায়ে প্রিয় – যুগল চরণ –
স্বপন ভাঙিলে হবে আমার মরণ!
3.
এইতো আমার জীবনের পরম পাওয়া,
মুঠো মুঠো প্রেম, রাশি রাশি বুনোপথ চাওয়া…
ভালো আছি, কারণ বলতে পারি ভালোবাসি,
ভালো থাকি, কারণ নিয়ত স্বপন সায়রে ভাসি!
হৃদয়টারে চির পথিক বানায়ে, ভালোবাসা ফেরী করি
ভালোবাসি, এইতো জীবন, জীবনের প্রভাকরী।
4.
যেখানেই রাখি লুকায়ে আমার তৃষিত হৃদয়খানি –
মহাকাল এসে উঁকিঝুঁকি দেয় বিরহ জলধী আনি!
5.
প্রভূ – আমায় ফিরায়ে দাও প্রেম বেদনায়
সকল প্রাচুর্য পরিহারি –
আমায় বাধিয়া রাখো যতনে যাতনায়
এনে বিরহ বিভাবরী!
6.
নগ্ন অভিসারে নিমগ্ন প্রাণ
অযাচিত প্রেমভার!
লিপ্ত অনুক্ষণ তাইতো সহি,
বিকর্ণ জ্বালাতন – দেহমনে –
আমারে এবার ফিরায়ে লও
আমার ‘আমি’র সনে!
7.
কখনো আমার অতৃপ্ত চোখদুটো
তের সাথে ঘোষণা করে একাত্মতা!
কখনো আমার নিভু নিভূ হৃদীদীপ
শুধু দেখে যায় দিবসের নির্মমতা!
আমি নির্বিকার, শুধু বার বার
তোমার নির্লিপ্ততায়! কেঁদে কেঁদে যাই –
আড়ষ্ট প্রাণে মোর, বহে নিত্য রক্তধার
অনঙ্গ নিঃসঙ্গতায়, শুধুই হারাই!
8.
কেউ তো আসুক
হয় স্বপ্ন, নয়তো ঘুম
নয়তো একরাশ প্রতিক্ষার দীর্ঘ অমনিবাস –
শুধু শুধু জেগে থাকা
রাত তো জেনে যাবে
যতনে লুকায়ে রাখা – সব হা’হুতাশ!
9.
বুকে কাঁদে সাত সাহারার জল!
অতলান্তিক সলিল ফুরায় – সলজ দাবানল!
আমি আশীষে তোর ধ্বংসলোকে
অভিশাপে স্বর্গসুখে!
ভালোবাসার পাক-বিপাকে –
কাটাই মহাকাল!
বুকে আমার সদায় কাঁদে – সাত সাহারার জল!
10.
কেনো এমন হয়…
জোৎস্নাও চলে যায়!
প্রিয়’রাও দূরে থেকেই ভালো থাকে!
চাঁদ তো মেঘে লুকায়…
সবাই না হয় দেখেই ফেলুক!
কিভাবে লুকায়ে রাখি নিজেকে!
লেখক – লাবিব মাহফুজ চিশতী