সংগীত – মনো প্রাণো সব সঁপিলাম

লাবিব মাহফুজ

মনো প্রাণো সব সঁপিলাম
ঐ রাঙা চরণে,
চরণ ছাড়া করলে গো আমায়
কোন আশা নাই জিবনে।

দয়াল তুমি কাঙালের ধন পতিত পাবন
অভাগার সহায়
তুমি বিনে এ পরাণে
নাই কারো আশ্রয়।
দয়াল তুমি যাইও না দূরে এসো বাসরে
এস কলংকিনীর প্রাণে।

দয়াল তুমি যদি না করো গো দয়া
অভাগারই তরে
কার দুয়ারে দাড়াব আমি গো দয়াল
কে তরাবে মোরে।
দয়াল ভাবহীনা ভবে প্রেমহীন আমি গো
তুমি দিও প্রেম লাবিবের মনে।

রচনাকাল – 01/11/2014

আপন খবর