লাবিব মাহফুজ
আঁখি কোনে বাধো তারে
শ্রী রূপ রাখো হরদমে,
দয়াময়ের কৃপাবারি, বইবে তোমার মরমে।
দয়াল তোমার তরে নিশিদিনে
পারঘাটার পরম নিদানে
মাঝি হইয়া রইয়াছে দাড়াইয়া –
তারে বাসলে ভালো মনের মাতো, ডাকবে তোমায় অবিরত
তোমার পারের তরী আনিবে সাজাইয়া।
সেই কঠিনও নিদানও কালে, দয়াল যদি থাকে দিলে গো
পার ঘাটার পার হইবি সেই নামে।
দয়াল যদি হয়গো আমার
জগতে না চাই কিছু আর
তার পথের ধুলায় কাটিলে জিবন –
আবার যদি আসি ভবে, চরণেই প্রাণ বান্ধা রবে
চরণেতেই লভিব মরণ।
অধীন লাবিব কয় ঐ চরণ বিনে, অন্য আশা নাই পরানে গো
শত জনম যায় যেনো তার প্রেমে।
রচনাকাল – 19/01/2019