কবিতা – সালাত

লাবিব মাহফুজ

প্রেয়সী! আজি মিলন লাগি
ডাকিছে ফুকারি মোরে,
বাসর শয়ানে! নিভৃতে অতি
আসিতে সঙ্গোপনে!

ছিলাম মৃত্যু বিবরে! হারায়ে তারে
কর্ণকুহর রোধি,
আজি লাজ ভাঙ্গি সে, বাসরে তাহার
ডাকিতেছে নিরবধী!

আমি একাকী হাটিয়া আসিলাম তার
মিলন পুষ্প ডোরে,
মাতিয়া মিলনে কাটিল নিশি
সালাত সুধা ভোরে!

অনাদী কাল প্রেয়সী তরে
আছি মিলন নিশি জেগে,
একাকী! নির্জনে! তারে লয়ে শুধু
মাতি মিলন বেহাগ-রাগে!

প্রিয়ার বাসরে কে যায় লইয়া
পড়শী জামাত-দলে,
বোঝনি এখনো বেকুবের দল
সালাত কারে বলে!

রচনাকাল – 04/11/2022

আপন খবর