পত্রিকা – দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী রহ. এর সংগীত

হযরত খাজা দেওয়ান শাহ রজ্জব আলী আল চিশতী নিজামী

খোদা তোর হাজির নাযির, জান মুসাফির, সদায় বর্তমান।
যে দেখেছে বর্তমানে, সে কি মানবে অনুমান?

যার হুকুমে কুল মাখলুকাত, এ সারে জাহান
পয়দা হল আগুন পানি, জমিনও আসমান।
স্বচক্ষে দেখতে তারে, এক নজরে, চায় না কেনো প্রাণ!

(এক) আল্লাহ আছে, এই বিশ্বাসে, আনিয়ে ঈমান
পড়ে মায়ার ভুলে, মহাজালে, হল দিন কাটান।
কেবল তাই ডাকাডাকি, হল ফাঁকি, বাকির খাতায় টান।

আকার ধরে সেজদা করে, যাবে জাহান্নাম
নীরাকারেও হয়না সেজদা, বলছে পাক কোরান
কামেলীন পীরের কাছে, বিধান আছে, জান তার সন্ধান ।

দয়াল কাদির চাঁন কয় রজ্জবরে তুই চোখ থাকিতে আন্ধা
জ্ঞান অস্ত্রে কাটলে না, চোখের আবরণ পর্দা।
মন তোর কাটলে পর্দা, খুলত ধান্ধা, দেখতি বর্তমান।

আপন খবর