সংগীত – তুমি সন্ধান করো কার

লাবিব মাহফুজ

তুমি সন্ধান করো কার
অহেদ দর কাছারাত তুমিই
মাখজানে আসরার।

তুমি কারে খুঁজে ফিরো মন
তোমাতেই রয় অনাদীর আদি স্বরূপ নিরঞ্জন
জগতের রহস্য তুমি, প্রকাশ রূপ খোদার।

তুমি কর আশায় রও চেয়ে পথ পানে
নয় রতন ঘুরে মাওলায় সে তোমারই টানে
সে যে রয় তোমায় দীলের ঘরে, কোথায় পাবে আর।

অনাদী অনন্ত প্রভু মানবের মাঝে
শুধু তারে চিনি নিও সে হৃদয়ে বিরাজে
অধম লাবিব বলে মুক্ত মানুষ, সে জনা ভেদ হয় মাওলার।

রচনাকাল – 15/08/2018

আপন খবর