লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
মরিবার বড় সাধ জাগে আজ
পরাণে বাজিছে মরণ বীণা সুর,
মৃত্যুর পলে পলে জীবনের গান
মরণ দুয়ার রুধি বাজুক সুমধূর।
2.
বোধি দ্বারে দাড়াও বিধি, বাধনহীনার তরে,
আনো বন্ধন, চরণ শরণ, ভাগ্যাহতের নীড়ে।
3.
আপন গ্রন্থ অপিঠতব্য, যদি আজো থেকে যায়
জাহানের তামাম গ্রন্থ আদিতে, নাহি হবে জ্ঞান উদয়।
4.
মানব সত্ত্বায় প্রভুবৃত্তি
জাগ্রত হবে যেদিন,
আনাল হক, আনা-হিয়ার সুরে
বাজবে তোমার প্রাণের বীণ।
5.
সুক্ষ তত্ত্বের মুক্ত ধামে
নিত্য প্রেমে চলো মন,
কাটবে দীলের সকল আধার
প্রাপ্ত হবি নিরাঞ্জন।
6.
কায়িক দেহ ছাড়তে হবে
মায়িক প্রেমের পূর্ণতায়,
অসার প্রেমের জড় মোহে
যে হয়ে রয় খন্ডময়!
7.
রাতুলও চরণে ঐ নূপুর বাজে
রুমুঝুমু রুমুঝুমু সুরেতে মধূর,
নূপুর ছন্দে প্রাণ বাধিয়া রাখো
সুরের মোহন মায়ায় কনক বিধূর।
8.
অফুরান ঐ প্রেম বহমান
ভক্ত প্রাণের প্রতি পলে পলে,
জোছনার মতো ঝড়িছে অবিরাম
আপনারে বাধো তার প্রেম ছায়াতলে।
9.
নিধুবনে বিভূ মোর ছড়াইল জ্যোতি
আপনও স্বরূপ প্রকাশিতে,
যমুনার কালস্রোতে হইল বিলীন
প্রতি জনে প্রতি মনে, সদা ধরা দিতে।
10.
দেখ ওরে তুই আঁখি খুলে
সম্মুখে তোর মহাকাল,
দৃষ্টি মাঝে প্রভাত সাঝে
ছড়ানো তার ইন্দ্রজাল।
লেখক – লাবিব মাহফুজ চিশতী