লাবিব মাহফুজ
আজি যমুনার পাড়ে গো কার বাঁশি বাজে
পঞ্চমী সুরে কে ডাকিছে আমারে গো –
রাখালিয়া সাজে!
তার মধুর ও ভৈরবী সুর
করিল এ পরান দূর –
কার হিয়ার আমন্ত্রন
এ হিয়ার মাঝে –
সুরে সুরে সযতনে, সদায় বিরাজে।
আমি দিবানিশি শুনি তার বাঁশরীর ধ্বনি
জোছনায়, সুরে প্রাণ ওঠে শিহরণি
আকাশ জোড়া তার সুরের বেসাতি –
প্রাণের ভিতরে তার ছোঁয়া দেয়া প্রীতি
উন্মনামন মোর হারাইল সজনী
তব তরে কেঁদে যাওয়া আমি চির বিরহিণী।
রচনাকাল – 03/09/2016