সংগীত – দয়াল গুরু গো দাও সুমতি অন্তরে

লাবিব মাহফুজ

দয়াল গুরু গো, দাও সুমতি অন্তরে
সদা যেনো স্বরণ তোমার, রহে হৃদয় মন্দিরে।

দীলের ঘরে তুমি বীনা, অন্য কিছু রহিবে না
সদা তব রূপ বাসনা, জাগবে ভিতর বাহিরে।

তব চরণ তরী নিষ্ঠা করি, রইবো আমি অনিবারী
আমায় কর তব শ্রীরূপ ধারী, কভূ না যাই যেনো দূরে।

তোমার অনন্তে মিশায়ে আমায়, দাও প্রাণে ঐ চরণাশ্রয়
দাও হৃদয় ভরা তোমার প্রণয়, রেখো লাবিবেরে রূপ নিহারে।

রচনাকাল – 19/05/2020

আপন খবর