লাবিব মাহফুজ
দীপ জ্বেলে আজো আমি বসে থাকি প্রিয়
জানি তুমি আসবে ফিরে,
জানি হৃদয় কোনে তুমি বসবে ঘিরে।
যতনে সাজানো মনের ছোট্ট ঘর
রেখেছি আগলে প্রিয় প্রেমেতে তোমার,
হৃদয় বাসরে আঁকা তোমার মুখখানি
আজি বারে বারে ভেসে ওঠে নয়নও নীড়ে।
বাসরের ঝড়াফুল আছে প্রতীক্ষায়
জড়াইতে গলেতে, যুগল রাঙা পায়,
মোমের আলোয় সেদিন দেখাবো তোমায়
জমানো সবি প্রেম এ বুক ছিড়ে।
রচনাকাল – 11/09/2011