বাণী – চিরকালীন বারো

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. যারা অন্তবার্হ্যে আহলে বাইয়াতকে ধারণ করেন, তারাই কোরানের সংরক্ষণকারী। অন্যদের সাথে কোরানের নূন্যতম সম্পর্কও নেই।

2. মাওলার অভিষেক তো সেদিনি হয়েছে যেদিন আদম রুহপ্রাপ্ত হয়েছেন।

3. মানবীয় অস্তিত্বে জ্ঞানগুণের পূর্ণ জাগরণেই কায়েম মাওলার মাওলাইয়াত।

4. মনের কোনে কোনো প্রশ্ন উঁকি দেয়ার মানে হলো, প্রভু সে বিষয়ে তোমাকে জানাতে চান।

5. স্বয়ং “হু” তথা অখন্ড শক্তিস্বরূপ “সত্য” এতবারি নূরের মাধ্যমে পঞ্চরূপ ও সপ্তগুণে প্রলম্বিত তথা বিবর্ধিত হওয়ার মহাযাত্রায়, মহাকালে চির কায়েম আছে। চিরকালীন এই “বারো”র সাধনাতেই আপন অস্তিত্বকে সেই অখন্ডলোকে স্থিত করা সম্ভব।

6. দেহ আত্মাকে ধারণ করেনা, বরং আত্মা তো সেটিই যা সকল দেহসমূহকে ধারণ করে, অস্তিত্বশীল করে।

7. যারা মনে করে বাংলায় কোনো ধর্মগ্রন্থ নাযিল হয়নি, তাদের মেকী মাতৃভাষা প্রীতিতে ধিক।

8. তোমার লা প্রভুকে দিয়ে দাও। বিনিময়ে তিনিই সাবেত হবেন তোমার অস্তিত্বজুড়ে।

9. কুরবানী দেয়ার কোলাহলে মানুষ ভুলে যায় স্বয়ং কুরবান হবার শাশ্বত বিধান। মৃত্যুই সে অমোঘ নীতি, যার মধ্য দিয়ে আশেক তার মাশুকের সমীপবর্তী হয়।

10. আত্মমুক্তির পথ চলতে হয় আত্মবিসর্জনের মধ্য দিয়ে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর