ব্লগ – বেলায়েতের কান্ডারী মাওলা আলী (আ) এর ৬ প্রার্থনা

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

প্রার্থনা ০১
মাওলা আলী নিশিরাত্রে খালি পায়ে, খালি মাথায় দুই হাত উপরে তুলিয়া বলিতেন: “ইয়া ক্বাফ, ক্বাফ, হা ইয়া আইন সোয়াদ। হা মিম আইন সিন ক্বাফ”।

প্রার্থনা ০২
আমার আল্লাহ! আমি আমাকে যতটা জানি তুমি তার চেয়ে বেশি জানো। যদি আমি নিজের অজ্ঞাতে কোনো অপরাধ করে থাকি তবে আমায় ক্ষমা করো। যদি আমি পাপের দিকে যাই তাহলে তুমি ক্ষমার দিকে যেয়ো। হে  আমার আল্লাহ! আমি নিজের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা যদি তুমি অপরিপূর্ণ দেখো সেজন্য আমাকে ক্ষমা করো। আমার আল্লাহ, আমি আমার জিহ্বা দিয়ে তোমার নৈকট্য যাচঞা করেছি, কিন্তু আমার হৃদয় তাতে বাধা  দিয়েছে এবং সেভাবে কাজ করে নি; সেজন্য আমাকে ক্ষমা করো । আমার আল্লাহ, চোখের খেয়ানত,কথার অসৌজন্যতা,হৃদয়ের আকাক্সক্ষা ও বক্তব্যের ভুলের জন্য আমাকে ক্ষমা করো।

প্রার্থনা ০৩
প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এরূপ তৈরী করেছেন, যে আমি এখনো মৃত্যুবরণ করি নি, আমি রুগ্ন নই, আমার শিরাসমূহ রোগে সংক্রমিত নয়, কোনো খারাপ কাজের  জন্য আমি তিরস্কৃত নই, আমি আটকুড়ে নই, আমি আমার দ্বীন পরিত্যাগ করি নি, আমার প্রভুর প্রতি আমার কোনো অবিশ্বাস নেই, আমার ঈমানে অজানিতপূর্ব বিস্ময় নেই, আমার বৃদ্ধিমত্তা ক্ষতিগ্রস্ত নয় এবং আমার পূর্বে মানুষকে যেরূপ শাস্তি দেওয়া হয়েছে সেরূপ শাস্তি আমাকে দেওয়া হয় নি। হে আল্লাহ, আমি তোমার করতলগত দান; আমি নিজের প্রতি বাড়াবাড়ির দোষে দোষী। আমার ওপর তোমার ওজর তুমি শেষ করেছ এবং তোমার সম্মুখে আমার কোনো ওজর নেই। যা তুমি দান কর তাছাড়া আর কিছু গ্রহণের ক্ষমতা আমার নেই এবং তুমি রক্ষা না করলে কোনো কিছু এড়ানো আমার পক্ষে সম্ভব নয়।

হে আমার আল্লাহ! তোমার ধনৈশ্বর্য থাকা সত্ত্বেও দুর্দশাগ্রস্ত হওয়া থেকে আমি তোমার প্রতিরক্ষা প্রার্থনা করি। তোমার হেদায়েত থাকা সত্ত্বেও আমি গোমরাহি থেকে তোমার প্রতিরক্ষা প্রার্থনা করি। তোমার রাজে নিগৃহীত হওয়া থেকে এবং যেহেতু সকল কর্তৃত্ব তোমার সেহেতু অপমানিত হওয়া থেকে তোমার প্রতিরক্ষা প্রার্থনা করি।

হে আমার আল্লাহ, আমার কাছ থেকে যেসব কল্যাণকর বস্তু তুমি গ্রহণ কর তাতে যেন আমার আত্মা প্রথম হয় এবং তোমার নেয়ামতসমূহের মধ্যে যে বিশ্বাস তুমি আমাকে দিয়েছ সে বিশ্বাস যেন প্রথম হয়।

হে আমার আল্লাহ, তোমার আদেশ হতে মুখ না ফেরানোর জন্য বা তোমার দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ না করার জন্য বা তোমার কাছ থেকে আগত হেদায়েতের পরিবর্তে কামনা-বাসনা দ্বারা তাড়িত না হওয়ার জন্য তোমার প্ররক্ষা প্রার্থনা করি।

হে আমার আল্লাহ, আমার মুখমন্ডলে জীবনের সহজ-সরলতা ফুটিয়ে তোলো এবং আমার মুখাবয়বে দুঃখ-কষ্ট ও দুর্দশার অমর্যাদাকর অবস্থায় ছায়া ফেলো না পাছে যারা তোমার কাছে জীবিকা যাচনা করে তাদের কাছে আমাকে জীবিকা চাইতে হয়। আমাকে যেন তোমার খারাপ বান্দাদের অনুগ্রহ চাইতে না হয়। আমাকে যেন তোমার খারাপ বান্দাদের অনুগ্রহ চাইতে না হয়। আমি নিজে যেন তাদের প্রশংসায় ব্যস্ত না থাকি যারা আমাকে যারা আমাকে দেয় অথবা তাদেরকে গালি না দেই যারা আমাকে দেয় না। অবশ্য এসব কিছুর পেছনে তুমিই দেওয়া বা না-দেওয়ার মালিক।

নিশ্চয়ই,তুমি সকল কিছুর ওপর সর্বশক্তিমান। (সূরা তাহরীম:৪)

প্রার্থনা ০৪
হে আমার আল্লাহ, তুমি তোমার প্রেমিকদের খুবই নিকটবর্তী এবং যারা তোমাকে বিশ্বাস করে তাদেরকে সহায়তা করতে তুমি সদা প্রস্তুত। মানুষ যা গোপন করে তা তুমি দেখ,তাদের মনের মধ্যে যা কিছু আছে তা তুমি জানো এবং তাদের জ্ঞান-বুদ্ধির বহর সম্পর্কেও তুমি অবহিত। কাজেই তাদের গুপ্ত বিষয় তোমার কাছে প্রকাশ্য এবং তাদের হৃদয় তোমার প্রতি আকুল । যদি একাকীত্বে তারা ক্লান্ত হয়ে পড়তো তবে তোমার জিকিরে তারা প্রবোধ পেত। তাদের ওপর দুঃখ-দুর্দশা আপতিত হলে তারা তোমার কাছে নিরাপওা যাচনা করে । কারণ তারা জানে সকল কর্মকান্ডের লাগাম তোমার হাতে এবং তাদের নড়াচড়া পর্যন্ত তোমার আদেশের ওপর নির্ভশীল ।

হে আমার আল্লাহ, যদি আমি আর মনের আকুতি প্রকাশে অক্ষম হই অথবা আমার অভাব সমূহ তোমাকে  দেখাতে না পারি তবে তুমি আমাকে মঙ্গলের দিকে পরিচালিত করো এবং আমার হৃদয়কে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যেয়ো। এটা তোমার হেদায়াতের পরিপন্থ’ী নয় এবং তোমার সমর্থিত পথের পরিপন্থী নতুন কিছু নয় । হে আমার আল্লাহ, আমার প্রতি তোমার দ্বার অবারিত রেখো এবং আমার প্রতি ক্ষমাসুন্দর আচরণ করো। আমার প্রতি তুমি বিচারক সুলভ আচরণ করো না ।

প্রার্থনা ০৫
শত্রুর মোকাবেলা করার পূর্বে মাওলা আলী এ প্রার্থনা করতেন:

হে আমার আল্লাহ, তোমার দিকেই হৃদয়ের টান পড়ছে; তোমার প্রতি মস্তক অবনত হচ্ছে; তোমার দিকেই চক্ষু স্থির, তোমার দিকেই পদচারণা চলছে এবং দেহ দুর্বল হয়ে পড়ছে। হে আমার আল্লাহ, গোপন শত্রুতা প্রকাশ হয়ে পড়েছে  এবং বিদ্বেষের পাত্র উওপ্ত হচ্ছে।

হে আমার আল্লাহ, আজ আমাদের রাসুল নেই , তোমার কাছেই ফরিয়াদ জানাই , আমাদের শত্র সংখ্যা অগণন এবং দুঃখ দ্বারা আমরা পরিব্যাপ্ত। হে প্রভু, আমাদের ও আমাদের জনগনের মধ্যে তুমি সত্যের ফয়সালা করে দাও। তুমিই তো সর্বোওম ফয়সালাকারী ।   (সূরা আরাফ: ৮৯)

প্রার্থনা ০৬
হে আমার আল্লাহ, আমি তোমার কাছ থেকে সেই অবস্থা থেকে আশ্রয় প্রার্থনা করি, যে অবস্থায় মানুষ বাহ্যিকভাবে আমাকে ভালো বলে দেখবে অথচ আমার বাতের তোমার দরবারে পাপপূর্ণ থাকবে । আমি সেই অবস্থা থেকে আশ্রয়  প্রার্থনা করি, যে অবস্থায় একজন রিয়াকার হিসাবে লোক দেখানোর জন্য পাপ থেকে নিজেকে মুক্ত রাখার কাজ করি অথচ আমার বাতেন সম্পর্কে তুমিই ভালো জানো। সেই অবস্থা থেকে আশ্রয় চাই , যাতে মানুষের কাছে ভালো সেজে থাকি আর তোমার কাছে সব পাপ প্রকাশ পায় এবং এতে করে তোমার বাান্দাদের নৈকট্য লাভ করি অথচ তোমার সন্তুষ্টি থেকে দূরে সরে থাকি।

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর