লাবিব মাহফুজ
এ দেহ মন প্রাণ, আমার এ জিবন আমি
সঁপিয়াছি তব পায়,
থাকতে চাই আমি সারাক্ষণ
তব করুণায় প্রভু তব করুণায়।
তোমারী দয়াতে প্রভু তোমারী দয়াতে
জগত সংসার বিশ্ব চলে কোনসে অনন্তে।
তোমার রহমত তোমার বরকত
চায় এ অভাগায়।
প্রভু তুমি অন্তর্যামী, তোমার ক্ষুদ্র বান্দা আমি
চাই সারাক্ষন থাকুক বুকে তোমার কুদরতের চরণ।
আয় এলাহী প্রভু আমার, ভিখারী আমি তব দয়ার
কবুল করো আমার দোয়া, রহমান নামের উছিলায়।
রচনাকাল – 09/02/2010