লাবিব মাহফুজ
আমি মহাকালে চলেছি মোর নিত্য পূর্ণতায়
অনন্তের এই অবিশ্রান্ত পথে,
চলিয়াছি নিত্য স্বরূপ রথে,
সৃষ্টি সকল লয়ে আপন সাথে,
চলিতেছি নিরবধী ব্যাকুল উন্মত্ততায় –
আমি চলেছি চির পূর্ণতায়।
আমি যাত্রা করেছি শুরু সুদূরাকাশ পানে
মাটির মমতা আজি ত্যাজ্য করে,
উর্ধ্বের হাতছানি মেখে আঁখিনীড়ে,
অসীমের দীপ্ত সুর সেধে মোর স্বরে,
মাতিয়েছি জগৎ, আজ মোর পথচলা গানে –
আমি চলেছি সুদূরাকাশ পানে।
ধরার বাধন সকল আজি ছিন্ন করে
আধার ভেদিয়া আমি চলি মহাশুণ্যে,
অনন্তের ধ্যানে মোর হৃদয় অরণ্যে,
মহাকালে চলিতেছি কাল সুধারণ্যে,
চলিয়াছি হে প্রভু, তব দীপ্তকারে –
সকল বাধন আজি ছিন্ন করে।
রচনাকাল – 16/10/2017