সংগীত – প্রেম সাগরে ডুবলে এবার

লাবিব মাহফুজ

প্রেম সাগরে ডুবলে এবার, মানুষ রতন দেয় ধরা
অপ্রেমিকের জীবন গেলেও, না পায় খোদার ইশারা।

খোদা বাধা প্রেমও ফাঁসে, ভক্ত জনার ভক্তি আশে
প্রেম সকাশে নিত্য থাকে, ভক্ত পানে চাঁদ চকোরা।

ভক্তি দিয়ে গড়ে বাসর, দয়াল বলে ডাকো এবার
সে কি গো আর রইবে দূরে, মাশুক হয়ে আশেক ছাড়া।

অনুরাগের বাজাও বাঁশি, তবেই জাগবে প্রাণে পূর্ণশশী
প্রেমও ফাঁসি লাবিবের গলে, মরমের এবার জীয়ন মরা।

রচনাকাল – 20/05/2020

আপন খবর