লাবিব মাহফুজ
আগুন পানি মাটি বাতাস, এক জায়গাতে করি
বানাইলা জড় পিন্ড, মধ্যে আলো ভরি,
কি এক আজব প্রাণী মাওলা, বুঝতে নাহি পারি।
জড় পিন্ড অচল অসার, করলা তুমি নূরের ফুৎকার
নূর পেয়ে জান সঞ্চারিল, এ দেহ তরী।
রূহ দিলা স্বভাব দিলা চলতে দুনিয়ায়
শয়তান আমায় ধোকা যে দেয়, অন্ধকার কোঠায়।
ধোকা পার হবো কেমনে, দয়াল শক্তি দাও পরাণে
যেনো পাই মাওলারই চরণ, আমার বুকের আসনে
লাবিব কয় সেই চরণ পেলে, দোযখে ভয় না করি।
রচনাকাল – 19/06/2011