লাবিব মাহফুজ
কেমন খেলা খেলাও মাওলা
এ দেহ মাঝারে,
আমি অধম অন্ধ বধির
চোখ নাই দেখিবারে।
দিলা দেহে কেমন নিয়ম
যে নিয়মের নাই অনিয়ম,
নিয়ম না মানিলে তামাম
দেহ যায় আধারে।
দিলা দেহে মাওলা এক ঘর
ঘরের খুটি ভালোবাসার,
না থাকলে প্রেম থাকে না ঘর
শয়তানের আবাস হয় আধার।
যেই আধারে ইবলিশ চলে
আলো গুরু দাওনা জ্বেলে
না জ্বালিলে এস্কের আগুন-
দেহ জিন্দা রূহের মরণ
লাবিবের ঘর হয়না যতন
পুড়াইয়া লাল করো মোরে।
রচনাকাল – 19/08/2010