লাবিব মাহফুজ
আমি কি কবিতা লিখি?
নাকি আমার কবিতা লিখে চলে তোমাকে?
আমি জানি-
আসলে এসব কবিতা নয়, গান নয়, গল্প নয়;
বরং এসব তো কবিতার হাতে লিখিত হওয়া
তোমার অন্তহীন ঐশ্বর্য্য।
তোমার মোহন রূপ মাধূরীর কিঞ্চিৎ বর্ণনা মাত্র।
আমার হাতে আজ কবিতা নয়-
বরং কবিতার হাতে নিয়ত ঘুরে ঘুরে, এঁকেবেঁকে,
তুমি বয়ে যাও অক্ষররূপে। –
স্ব-মহিমার প্রদীপ্ত প্রকাশে।
প্রভূ, দয়াময়-
চিরকাল; তব জ্যোতির স্ফুরণে আলোকিত আমি-
তোমাকেই দেখে চলেছি
এঁকে চলেছি! দিবাযামী-
আমার সকল চিন্তায়, কর্মে
সংগীতে, জীবনে- সকলখানে প্রভু,
আমি যাই করি –
সে আর কিছু নয়
বার বার শুধু তোমাতেই ডুবে মরি।
রচনাকাল – 11/10/2017