লাবিব মাহফুজ
আমার মন পাখি যায় কোনসে দেশে
একা একা উড়ে,
ধরবো কেমনে, বাধবো কেমনে
শিকল দিয়া তারে।
সে যে শুনেনা বারণ শুধু ঘটায় অঘটন
তারে আটকাইবো কোন খাঁচাতে
যেনো বেড়োতে না পারে।
পাখি যে মোর কথা শুনেনা
তাই বারে বারে ধোকায় পড়ে, বাঁচতে পারেনা।
পাখি বড়ই বোকা, সে চিনেনা ধোকা
ধোকায় পড়ে অকারণে, বারে বারে মরে।
মন পাখিরে বলি আমি বন্ধ কর তোর কান
অন্ধ হয়ে যারে চোখ তুই, বাঁচবে দেহে প্রাণ।
জ্বালরে দয়াল এস্কের আগুন
যেন দেহ পুড়ে ছাই হই দ্বিগুন
লাবিব বলে ভব জীবন, রাখবো কার তরে।
রচনাকাল – 22/04/2011