লাবিব মাহফুজ
তুমি দয়াল অভাগার ধন
চির অক্ষমের আখি ধারা,
ছেড়ে তোমায় খুঁজে ফিরি
বনে বনে হয়ে পাগল পারা।
রোজহাশরে বিচারাসনে
তুলাদন্ডা লয়ে হাতে,
বলবে ডাকি ফিরায়েছ মোরে
ছিলাম আশে তব দরজাতে!
চেয়েছিলাম দু মুঠো ভাত
না দিয়ে করেছো তাড়া।
পরোয়ারে বলবে বান্দা
নিরস্ত্র ছিলাম ভবার্ণবে,
আমা পানে চাওনি ফিরে
সয়েছি যাতনা কত অভাবে!
ছিলে বান্দা পরম সুখে
ফেলে মোরে ব্যাথা ভরা।
অসহায় অভাগা সাজে
ছিলাম আমি তব দ্বারে,
দাওনি একটু ভালবাসা আমায়
ছিলে সদা সুখের নীড়ে!
তাই লাবিব বলে ভব মাঝে
সেবিও গরীবের তরে।
রচনাকাল – 23/08/2013