কবিতা – অয়োময়

লাবিব মাহফুজ

কেনো আমারে বারে বারে
ফেলে একা, কালের বাসরে –
প্রিয়, চলে যায়!
কন্টকপুষ্প সায়র গোলাপ বিথীকার
বুলবুল – প্রণয়ে আঁখিজল অভিসার
সাকী! নির্দয়!

আমি বাঁধি বুকে তাঁর পদধ্বনীরে
আমি সাধি হৃদে তাঁর নীড়খানিরে
খুঁজি নিরবধি – আমাতে তাহারে
দিদারে- প্রাণময়!
কেনো শূণ্য করে মোর স্বর্ণগোধূলী
সে – হারায়!

দূর-অন্তরীক্ষে ছেঁড়া পাল তুলে
কেনো ভাসো প্রিয় – সূদুর সলিলে
আমি তৃষাতুর – চাহো আঁখি মেলে
অবহেলে – হৃদিকায়!
ভিখারী আমি! না সাজিও আর
প্রিয় – অয়োময়!

রচনাকাল – 05/02/2020

আপন খবর