লাবিব মাহফুজ
অকৃতি অধমও আমি
পথের সামান নাই আমার,
নিজগুণে কৃপা করে
ত্বরাইও অকুল পাথার।
আমি যে শায়ক বেঁধা বিহঙ্গ এক
নীড় হারাইয়া ঘুরি,
কবে আমার সামনে এসে দাড়াইবে
অকূলের কান্ডারী।
আমার জীর্ণ দেহ করে পূর্ণ
কেটে দিবে অন্ধকার।
আমি যে সুবাস মোহে হইয়া পাগল
গিয়া যূথীর বনে,
হইলাম মায়া মত্ত, প্রাণ প্রমত্ত
সংসারও কাননে।
আমার এ নিদানে মুর্শিদ বিনে
করবে কে উদ্ধার।
অজানা কোন লোভে পড়ে
আমি হারালাম সব ধন,
কান্দি একাকীনি পারাবারে
ডুবলো বুঝি প্রাণ।
দয়াল হিমেল শাহ মোর পতিতপাবন
লাবিবেরে করো পার।
রচনাকাল – ২৬/০৮/২০২৩