লাবিব মাহফুজ
সাঁঝের প্রদীপ জ্বালাও দেহে দয়াল গুরুধন
উজল করো আত্মা আমার, আধার করো দূরীপন।
আমি আলোর সকাশে, আছি তব পথেতে বসে
ঐ চরণ সুধার জোছনা ধারায়, করো মোরে প্রজ্জলন।
নফসানিয়াত দেহে আমার, রেখেছে খুলে মরন দুয়ার
আমায় মৃত্যু হতে করো উদ্ধার, ত্বরাইয়া নাও কালশমন
অধম লাবিবের বসত কবরে, শ্রী রূপ তব দিয়া অন্তরে
তোমার সাথে নাও হাশরে, জন্মে জন্মে দাও চরণ।
রচনাকাল – 13/07/2020