আপন ফাউন্ডেশন

অনুকাব্য – সৃষ্টি জ্ঞানের রহস্য ধারা

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
রূপময় এই জগৎ মাঝারে
আসিলে মহান অসীম হতে,
পূনঃ তোমার সেই আলোক অভিসার
আপনার পানেই ফিরিয়া যেতে।

2.
কালাকাল আজ অখন্ড কালে
মানুষ রূপেই সর্বত্র ব্যাপী,
প্রভাবে তোমার হইলো অপার
মানব নিত্য, গগন কাঁপি।

3.
অনন্ত এক ঐক্য সুধায়
সৃষ্টি সকল গ্রন্থিত,
সে সুর চয়ন সকল মাঝে
আপন সুধায় অঙ্কিত।

4.
সৃষ্টি জ্ঞানের রহস্য ধারা
মানব সীমায় অঙ্কিত,
অখন্ড এ মানব লীলায়
আদি অন্ত প্রোথিত।

5.
স্বার্থ আজি ব্যক্তি প্রাণে
বসাইয়াছে মরণ বিষ,
প্রাণ মহিমা তাই অসহায়
চিত্তে ভোগের জয়োল্লাস।

6.
আত্মা তোমার মুক্ত সবল
রাখ পথিক পথের মাঝে,
না পারিলে অদূর বনে
আসতে পারে আধার সাঝে।

7.
ভোগী আত্মার পেটুক সাজে
সত্য যখন উৎসর্গিত,
স্বার্থ তখন হাস্যরসে
রিপুরূপে আত্মীকৃত।

8.
ব্যাকুল প্রাণের বিজন ঘরে
প্রেমের তরীর দাও খেয়া,
ঐ রূপ হেরিয়ে ভুলাও আমায়
কাটাও প্রাণের সকল মায়া।

9.
খোদাকে তুমি জানবে যদি
একক অনন্য,
অখন্ড রূপ মানুষকে আজ
দাও এককের প্রাধ্যান্য।

10.
এক আল্লাহ অনন্ত মহান
জানতে তারই মহিমা,
মানুষকে এক জানো আগে
জানো মানব মহত্বের সীমা।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles