অনুকাব্য – তোমারে পাই যদি

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
তোমার আশীষ ধারা প্রভু শিরেতে আমার
বরষিও মোর তরে, নিত্য অনিবার।

2.
আমি নাচি প্রভু শিরে লয়ে
তব প্রেমের দায়,
যে প্রেমেতে সকল সৃজন
তব নিত্য বাসনায়।

3.
আমি ফুটায়ে তুলিবো তোমারে প্রভু
আমার সকল দিয়া,
তুমি শুধু প্রভু নূর দিয়া তব
উজল করিও মোর হিয়া।

4.
আমি নিরবধী হেরী তব রূপ মাধুরী
সকল রূপের মাঝে প্রকাশ তোমারী
সর্বস্থানে, সর্বময় –
তোমার বিভূতি ধরার প্রতি দিকে দিকে
পরিব্যাপ্ত ত্রিজগত তব করুণালোকে,
হে নিত্য, প্রেমোময়।

5.
মহাকাল বুকে মোর জীবন কালিতে প্রভু
লিখে যাবো তব নাম,
গাইবো মহিমা তব সহস্র জীবন প্রভু
আঁকিবো তোমারই রূপে জগত তামাম।

6.
তৃষাতুর এই আঁখিগো, শ্রীরূপ খুঁজে নিশিদিন
মোর নয়ন তারা শীতল হবে, হেরিলে ওই রূপ আনন।

7.
আমি মেলিয়া ধরেছি মোরে
প্রকাশিতে তোমারে।
আমার মাঝে তোমার শ্রীরূপ
নিত্য উঠিবে ফুটি,
জাগিয়া উঠিবে আলোক দীপালী
সকল আধার কাটি।

8.
তোমারে পাই যদি
দুহাতে তব চরণ জড়ায়ে
রাখবো নিরবধী।
চাইনা আমি স্বর্গের সুখ
জানি সে কোন ছার,
স্বর্গ মর্ত্যের উর্দ্ধে উঠায়ে
আমারে, করো তোমার।

9.
প্রভু –
যে যাহা চায়, তারে তাহা দাও
শুধু তোমারে যে চায়, তারে অঝোরে কাঁদাও।

10.
তোমার অনন্তে মিশায়ে প্রভু
আমার অনন্ত খানি,
মাটির ধরাতে স্বর্গসুধা
চিরকাল দিও আনি।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর