লাবিব মাহফুজ
অঙ্গেতে রাখিয়া অঙ্গ, জাগাইলে প্রেম তরঙ্গ
মানুষে হইলে অনঙ্গ, দীন দয়াময়
মানব অজুদ ভান্ডেতে তার, নিত্য প্রকাশ হয়।
সানুরিহিম আয়াতিনা, বলে কুরআনে সাই রাব্বানা
আনফাছের সহিত সদায়, অজুদে আসে যায়।
রূপ নিরিখে কাব কাওসাইনে, বাঁধলে তাঁরে ধ্যান নয়নে
ঐ রূপ নূরানী নিশিদিনে, ওয়াজহুল্লায় ঝলক দেয়।
ওরাওল ওরা মোকামে, সাঁই লীলা করে গোলোক ধামে
লাহুতে আসিয়ে সে যে প্রেম বাঁশি বাজায়।
অধম লাবিব বলে গুরু চরণ, যার হইয়াছে সাধন ভজন
গুরু রূপে রূপ নিরাঞ্জন, সাবেত তাহার সর্বময়।
রচনাকাল – 15/08/2020