লাবিব মাহফুজ
এসো প্রভু হৃদি মাঝে, এসো বারবার
এসো নব যুগাবতার!
জন্ম তব নিত্য মহাকাল ব্যাপি
মানস গগনে তব শ্রীচরণ ছাপি
জ্বালো বিভূতি বাতি – সদা আরতি
করি ওগো রাঙা শ্রী চরণে তোমার!
এসো নব যুগাবতার!
প্রেমের দেউলে তব সদা আচমন
বনফুলে পূজা করি, আমি অভাজন।
তব চরণ আলোয় যেনো পথের দিশা
পথ হারালে খুঁজে পাই বার বার!
এসো নব যুগাবতার!
রচনাকাল – 05/01/2020