কবিতা – অভিলাষ

লাবিব মাহফুজ

এই কি তব ছিল অভিলাষ
শুনিতে প্রাণের এ ক্রন্দনও রোল
অসহায় চিৎকার, অশ্রু কল্লোল
বুক ফাটা দীর্ঘশ্বাস!

এইকি তব পাষাণ খেলা
অশ্রু পিপাসা পরাণে তব
কাঁদিতে কাঁদিতে যাইবে জনম
চাপা দিয়ে মোর অগ্নি মৃত্যু
লহুর ধারায় ভাসিবে মরম –
ডুবিয়া যাইবে বেলা।

কতদিন তুমি হে পাষাণ প্রাণ প্রস্তরবৎ চেয়ে চেয়ে
আর কত হাসিবে চির উৎস্বর্গের অবাঞ্ছিত এ প্রণয়ে!

হাসো, দেখো, উন্মত্ত প্রাণ তবুও ফিরে
অশ্রুময় তব কাঙ্খিত ব্যাথাপাশ –
জানি, এইতো ছিল তব অভিলাষ।

রচনাকাল – 23/08/2017

আপন খবর