আপন ফাউন্ডেশন

সংগীত – প্রেমও মালা চেয়ে গলে

Date:

Share post:

লাবিব মাহফুজ

প্রেমও মালা চেয়ে গলে
কান্দি আমি দিবারাতে,
যে প্রেমের কারণ, সাঁই নিরাঞ্জন
করছে কত লিলা জগতে।

তব হৃদ মাঝারে হইলো আশা
জাগছে তব প্রেম পিপাসা
মিটাইতে আকুল তিয়াসা
ভাসলে প্রেমামৃত স্রোতে।

মাশুক হয়ে করবে লিলা
আশেক লয়ে প্রাণ উতলা
আশেক মাশুক প্রেমও খেলা
খেলতে জগৎ হলো কুদরতে।

প্রেমের তরে আপে খোদা
দাস সেজে চরণে সদা
খেলছে একি আজব ধাধা
আধম লাবিব কয় সে প্রেম পিরিতে।

রচনাকাল – 21/08/2012

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles