লাবিব মাহফুজ
যদি না আসো মোর সাধের স্বপন
যায়গো নিশিথ বিফলে,
আমি সাজায়েছি রূপের বাসর
মাটির দেউল বনফুলে।
পঞ্চরূপের পাঁচটি কলি ফুটেছিল বৃক্ষেতে
দরক্ত একীনের গাছে আউয়ালে পুশিদাতে!
রসিক জনা পঞ্চনূরে, মিলন করে অজুদ ঘরে
কুন ধ্বনিতে সপ্তসুরে, আরোয়ায় ঘোমটা তুলে।
পাঁচে সাতে যোগ মিলনে, হুয়াজ জাহির হয় হাদী
এমকানেতে প্রকাশ হয়ে, নাম ধরে মোহাম্মদী।
পঞ্চনূরে করে খামির, বানায় পাঞ্জাতনে দেহ বাসর
রয় বিরান লাবিবের অন্তর, দয়াল মুর্শিদ না আসিলে।
রচনাকাল 10/05/2023