বাণী – আত্মজয়

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. তোমার বর্তমানের প্রতিটি কামনাই ভবিষ্যতের তোমাকে নির্মাণ করছে।

2. কেনো আত্মকলহের হাঙ্গামায় বিস্বরন হয়ে আছো মহান প্রভূকে? তিনি তো তোমার-ই আত্ম-দুয়ারে দন্ডায়মান।

3. তোমার কথা বন্ধ করো। তবেই কেবল তিনি কথা বলবেন।

4. এক জিহ্বাকে সংযত করো। লক্ষ জিহ্বায় প্রভু কথা বলবে।

5. মনুষ্যত্ববোধের প্রেরণায় জাগ্রত হও। জাগরিত করো সকল সুপ্ত শক্তি ও সম্ভাবনাকে। জাগ্রত থাকাই মানুষের শ্রেষ্ঠ সাধনা।

6. নাশ করো নিজের অজ্ঞান আমিত্বের এবং পূর্ণরূপে উপস্থাপিত করো জ্ঞান আমিত্বকে। তবেই প্রস্ফুটিত হবে মহাজীবন।

7. হে মহান মুর্শিদ! আমার আরাধ্য প্রভু তো শুধুই তুমি। তুমি ছাড়া অন্য কিছু যেনো কভূও আমার মন দরজায় না আসে।

8. যতক্ষন তুমি নিয়ন্ত্রণ করছো নিজেকে, ততক্ষন দায়িত্বটা তোমার,, যখনি তুমি নিজেকে সঁপে দিয়েছো পরমের পদপ্রান্তে, তখন দায়িত্বটা তার।

9. নিজেকে মেলে ধরো অনন্তের পথে। দেখবে অনন্তকাল ব্যাপী তুমিই বিরাজিত।

10. কাউকে এনলাইটেন্ড করতে হয় আলো দিয়ে নয়, তার অভ্যন্তরস্থ আলোর উৎসমুখ খুলে দিয়ে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর