লাবিব মাহফুজ
প্রেম সকাশে, প্রেমও আশে, কত সাধক নিরজনে
ডাকছে বলে হরি হরি, শ্রী গোবিন্দ, দেখা দাওগা মোর সনে।
পুষ্প যেমন মাটি হতে লয়ে সুধা বক্ষেতে
পাপড়ী মেলে সুবাস ছড়ায় মন মাতঙ্গ ঘ্রাণেতে।
তেমনি মোর প্রেমও ডালা, দিলাম করে উজালা
লয়ে সে প্রেম নিরালা, সুবাস দাওগো বাতায়নে।
চাতক যেমন তপস্যা করে মেঘ বারি তরেতে
বৃষ্টি বিনা খায়না পানি, প্রাণ গেলে তার তৃষ্ণাতে।
তেমনি মম হৃদ বাসনা, সব তোমায় করলাম অর্পণা
মুখে তব নাম জপনা, কৃপা বারি দাও প্রাণে।
অটলিত কৈলাস সম বাঞ্ছা যে মোর অন্তরে
তব প্রেমও সুধা লয়ে বুকে উদ্দীপন বংশী সুরে।
ডাকবো বলে হরি হরি, শ্রীকৃষ্ণ প্রেমে কুঠরী ভরি
অধম লাবিবের হৃদয় উৎসারি, ঢালবো অর্ঘ্য চরণে।
রচনাকাল – 19/09/2014