সংগীত – এস্কেতে জোশ উঠিল

লাবিব মাহফুজ

এস্কেতে জোশ উঠিল
সখা পয়দা করলো একেশ্বর,
আপন অংশ করিল পর।

মোকামে মোকামে সখা
রাখে করে প্রেমও মাখা
ময়ূর আবার আদম রূপে
কত রূপ দেয় পরোয়ার।

নূর চুয়ায়ে ফোটায় ফোটায়
মাওলা এস্কের কত খেলা খেলায়
মাখলুকাতের সরদার সে হয়
তার নবুয়তে মদিনায় ঘর।

ছায়া বিহীন সেই যে নূরী
নূর নহর দুনিয়ায় জারি
নূরেতেই মহাধাম পুরী
সে নূরেই হবে পারাপার।

অধম লাবিব সে নূর সকাশে
কান্দে বসে বেলা শেষে
কু স্বভাবে পাইনা দিশে
কান্না ছাড়া আছে কি আর।

রচনাকাল – 13/08/2013

আপন খবর