লাবিব মাহফুজ
কান্দাইয়া কি সুখ পাও দয়াল পাগলেরী মন
কৃপা করে ওহে মুর্শিদ দিও দরশন।
তব দর্শনও আশায় এ আমি
চাতক ন্যায় আকাঙ্খী স্বামী
ভবঘুরের সহায় তুমি
ভাসাইও না আর দুনয়ন।
আশায় আশায় থাকি চাইয়া
দয়াল তুমি আমার হইয়া
বসবে বাসরে আসিয়া
আধার হবে দুরীপন।
দর্শন দাও হে ওগো দয়াল
মিটাও মোর পিপাসা আকুল
লাবিবের মরম কাননে কত ফুল
চেয়ে জাগে বাতায়ন।
রচনাকাল – 23/02/2013