সংগীত – আমার মনো প্রাণ ও সঁপিলাম দয়াল

লাবিব মাহফুজ

আমার মনো প্রাণ ও সঁপিলাম দয়াল
তোমার রাঙা পায়,
ছেড়োনা ছেড়োনা মুর্শিদ
ঘোর কালো অমাবস্যায়।

কত আশায় ভরে এ বুক
ভাসাইছি অকূলে সব সুখ
দুঃখ দিয়েই কইরো ভাবুক
যেন থাকে বন্ধন তব কৃপায়।

ছাড়লাম দুনিয়ারও আশা
করলাম তব নাম ভরসা
অকূলও দরিয়ায় বাসা
আমার থাকেনা যেন তরঙ্গ ভয়।

ভবপাড়ে আমার তুমি কান্ডারী
আমি পাই যেনো তোমার নামের তরী
অধম লাবিব বলে সেই যে নূরী
আমায় পার করিও বিষম অমায়।

রচনাকাল – 25/11/2014

আপন খবর