লাবিব মাহফুজ
চির জনমের প্রতীক্ষা গো প্রিয়
কখন বাজিবে গো সুর,
তোমার পরশ কবে জাগিবে প্রাণে
হইব তোমাময় – আনন্দে বেদনা বিধূর।
তোমার পরশে আমি বাঁশরী মম
বাজিব নিরবধী ওগো প্রিয়তম
মোর দেহমন প্রাণে তব পরশণে
জাগিবে তরঙ্গ দোল প্রেম সুমধুর।
তব চুম্বন ও পরশণে আসিবে কাঁপন
প্রকাশিবে অনন্তের সুর জাগরণ
সে সুর সেধে নয়নে অর্ঘ দিব শ্রী চরণে
পূজারীর প্রেম ও ডালায় দিয়ে আঁখিধার।
রচনাকাল – 10/08/2018