সংগীত – আমার জনম গেলো হেলায় হেলায়

লাবিব মাহফুজ

আমার জনম গেলো হেলায় হেলায়
চিনলাম না গো দয়াল চাঁন,
আমি অধম পাপী মুর্শিদ
তোমার তরীতে দিও স্থান।

দিনকানা এই ভবে আমি
সবই জানো তুমি অন্তর্যামী,
তুমি বিনে আরকে স্বামী
পুলছিরাতে বাঁচাবে প্রাণ।

বিনয় করি ওগো দয়াল
তব চরণে করিও কাঙাল,
দাস হয়ে থাকবো চিরকাল
চাইনা ভবে আর কোনো ধন।

আমায় যদি করো উদ্ধার
তাতে তোমার মাহাত্ম্য অপার,
সাজা দিলেও তুমি আমার
কাঙাল লাবিবেরই বুকের ধন।

রচনাকাল – 14/11/2012

আপন খবর