কবিতা – পূজা

লাবিব মাহফুজ

আমার কি আছে আর
তোমারই তো সব, তোমারেই সঁপেছি
তোমারই চরণে, আনিয়া পূনর্বার!
লহ মোর অক্ষমতা, দয়াতে প্রভু
কবুল করো মোর পূজা উপাচার।

সাগরেরে কি দিবো ঢেউয়ের উত্তাল
আকাশেরে কি দিবো অনন্তের নীল?
বাতাসেরে দিবো কি গো পরশ শীতল
মেঘেরে দিবো কি গো বৃষ্টি উছল?
তোমাতেই ব্যাপিত সব, সকলি ধরার
কি করে পূজিবো , দিয়ে কোন উপাচার?

পুরোহিত, ফুল-জল, অগ্নি, দেউল
সবি তো তোমাতেই, মগ্ন চিরকাল।
আমি অক্ষম, ভিখারী প্রভু, নাই মোর কোনো ধন
তোমারে দিবো! এ দুঃসাহস, নাই মোর অনুক্ষণ।
হে প্রভু, মোর অঞ্জলি আজ, আমারি আপন প্রাণ
সেও তো তোমার, তোমা হতে যা হয়েছে দীপ্তিমান।

তোমারই সে দান, ফের তুলিলাম ডালার পর
দিলাম অর্ঘ্য, শ্রীচরণ পরে, জানিয়া দয়ার আগার।
নাই মোর কিছু, সকলি তোমার, আমিও তোমার হই
তোমাতেই নিরবধী, তোমার হয়ে, যেনো নিমগ্ন রই।

নাইতো কিছু দেয়ার –
তোমার ধন, তুমিই লহ
কবুল করো মোর পুজা উপাচার।

রচনাকাল – 12/09/2019

আপন খবর