সংগীত – প্রিয় মোর কাব্যতীর্থে

লাবিব মাহফুজ

প্রিয় মোর কাব্যতীর্থে
কবিতার রূপ ধরে,
সৌন্দর্য্য তব বিকশিত করো
কবিতায়, অন্তরে।

এই আধার নিশি, রবি শশী আজ
সকলি ঘুমের ঘোরে –
আমি তুমি শুধু জেগে আছি প্রিয়
বিরহ তটিনী তীরে!

আধারের মাঝে হেরীতেছি প্রিয়
অপরূপ তব রূপ –
এ নিদারুন তৃষা জ্বালিছে প্রাণে
তব গন্ধ বিধূর ধূপ।
হৃদয়ের প্রতি বন বীথিকায়
কবিতার বাসরে।

রচনাকাল – 02/08/2019

আপন খবর