লাবিব মাহফুজ
মুক্তকন্ঠে গাইবো আমি আমারী প্রাণের গান
মুক্তকন্ঠে বলবো আজ, আমি চির উন্নত মহীয়ান।
নূতন প্রাণ স্পন্দন মম বক্ষে, ত্যাজিয়ে অমূর্ত নিত্যহীনতা
এ সুরে প্রাণ গাইছে সদা, মম নাম বৈভব তান
আমি চির উন্নত মহীয়ান।
স্বর্গধারী বুকে সদা আমি প্রবল শক্তিমান
বিলায়েছি ক্ষুদ্রতা উদারনাথ তরে, বিভুতি রঞ্জিত মান।
বসিয়াছি আজ আসন পরে, পেরিয়ে সকল সংকীর্ণতা
হৃদমঞ্জরে মোর ললিতা বসি, সর্বদা করিছে ধ্যান
আমি চির উন্নত মহীয়ান।
আকড়িয়ে আজ ধরিয়াছে প্রাণ, তাহারী আপন ধন
সে ধন রঙে রঞ্জিত হয়ে মোরে করেছে মৃত্যুহীন।
ভীতিশুণ্য আমি, অজর, অমর, অক্ষয়! উর্দ্ধে সকল অধীনতা
বিশ্ব ছাড়ায়ে চলেছি ফুৎকারি, পাড়ায়ে অনিত্য বন্ধন
আমি চির উন্নত মহীয়ান।
আমি চির সুন্দর, রসাস্বাদনে নির্লিপ্ত দেহপ্রাণ
শীতল মোর আঁখিযুগল, হেরী সদা নয়নে পুষ্পানন।
সে রূপ নিহারে চঞ্চল আমি, আমি নিভৃত নির্জনতা
আমি অসীম প্রেমানন্দ গাহনে, আমি আশেকে দেওয়ান
আমি চির উন্নত মহীয়ান।
এ পথ মাঝে ফিরিয়াছি তব পুষ্পরথ শওকত শান
সদা প্রস্তুত আমি ফিরিতে তব দ্বারে, হইতে তব প্রেমে লীন।
তব কুদরত শান মূর্ত আমায়, আমি সর্বসিদ্ধ প্রেমময়তা
প্রলয় হোমানলে নিঃশঙ্ক আমি, সুধা সঞ্জীবনী করে পান
আমি চির উন্নত মহীয়ান।
রচনাকাল – 02/044/2014