লাবিব মাহফুজ
ইসলাম ধর্মের পাঁচটি বেনা
না মানলে মুসলমান হবে না
হবেনা তার আত্মজানা
আধারে পাবে না ঠাঁই।
নামাজ রোজা কলেমা জাকাত
দেল কাবায় হজ্ব করতে পাই।
চল্লিশ এ তে অতিত বর্তমান
এতেই ভবিষ্যতের অবস্থান
এক ভাগ করে বিয়োজন
জাকাত আদায় করো ভাই।
একবার পড়লে হয় মুসলমান
অহরহ পড়লেও হয় না ফরমান
কেমন পড়া কি হয় বিধান
জেনে কলমা পড়িও তাই।
বি-স্বরণে নামাজ হয়না
স্বরণ হয় নামাজের বেনা
নামাজে হয় দেখাশুনা
নয়ন শীতলিতে নামাজে দাড়াই।
সাওম মানে বিরত থাকা
আম্মারাকে বিরত রাখা
সোজা হবে দেলের বাকা
অধম লাবিবের মনে ধর্ম নাই।
রচনাকাল – 02/02/2012