সংগীত – চিরদিন কারে আমি

লাবিব মাহফুজ

চিরদিন কারে আমি
খাওয়াইলাম যতন করে,
সেতো পাষাণ আমায় ছেড়ে
থাকবে মাটির ঘরে।

বিধি তোমার গড়া দেহ আমার
সেতো আমি নাই
এই দেহ ছেড়ে যাবো বলে
থাকবো আমি কৈ?
এ সাধের দেহ খান মোর
থাকবে অন্ধকারে!

এই দেহের জন্য করছি কত
রং বেরং সুবাস
দেহের সুখের জন্য থাকছি কত
আমি উপবাস!
পাষাণ দেহ ছেড়ে আমায়
পচে গলে যাবে রে।

শৃঙ্খলে আটকাইয়া মোরে
দেহের দিছি সুখ
সেই সুখই আমার কাল হইল
শুনি ত্রাসের ডাক!
অধম লাবিব কয় তোর ব্যর্থ জিবন
ও তুই জনম রইলি আধারে।

রচনাকাল – 02/12/2014

আপন খবর