লাবিব মাহফুজ
হৃদয় হতে উঠো জেগে
আর কতকাল রইবে ঘুমে
আঁখি মুদি আধার ভাগে!
আর কতদিন হয়ে পাষান
রইবে বন্দী চেতনা হীন,
এবার ভাঙো আগল রুদ্ধ কারার
চির মুক্তির অনুরাগে।
আমার হৃদয়ে যে আমি নিত্য
জাগাও তারে চির সত্য
হব মুক্ত স্বর্গে আমার
সদায় বিরাজিবে প্রাণ বিহগে।
রচনাকাল – 05/07/2020