1.
যারা আল্লাহর রঙে রঞ্জিত তথা সিবগাতাল্লাহ এ ভূষিত তথা প্রভুসত্ত্বার বৃত্তিতে সিক্ত, তারাই ধার্মিক।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী
2.
আপন সত্ত্বায় সেই পরম সুন্দরকে যেদিন তুমি জাগিয়ে তুলতে পারবে, সেদিন তুমি ইনছান হবে।
– হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী
3.
আল্লাহ পাকের গভীর রহস্য তার বন্ধগণের অন্তরে নিহিত থাকে।
– হযরত জুনায়েদ বাগদাদী
4.
বেশি বিদ্যার্জন অপেক্ষা কম আদব শিক্ষাও অনেক ভালো।
– হযরত আব্দল্লাহ ইবনে মুবরক
5.
আরশ থেকে যমিন পর্যন্ত বিশ্বাসী মানুষের হৃদয় অপেক্ষা অন্য কোনো শ্রেষ্ঠ স্থান আল্লাহ সৃষ্টি করেন নি।
– সাহল ইবনে আব্দুল্লাহ আল তাশতারী
6.
যে আল্লাহকে চিনেছে তার কাছে কোনো কিছুই গোপন নেই।
– হযরত খাজা ওয়ায়েস করনী
7.
যে কারো বন্দীশালায় বন্দী নয় এবং তার বন্দীশালায় কেউ বন্দী নয়, সেই প্রকৃত সুফি।
– হযরত আবুল হাসান নূরী বাগদাদী
8.
পৃথীবি ছাড়িয়ে দূরতম আকাশের ওপারে আমি স্বর্গ নরক খোঁজার চেষ্টা করি। তারপর আমি একটা গম্ভীর কন্ঠ শুনি, “স্বর্গ নরক তোমার ভেতরেই আছে”।
– হযরত ওমর খৈয়াম।