লাবিব মাহফুজ
প্রেম বিহনে সে ভুবনে
পৌঁছানো যাবে না,
সেথায় যাবার একমাত্র তরী প্রেম
প্রেম ছাড়া হয় না সাধনা ।
আশা সে তরীরও বৈঠা
বিচ্ছেদ ভয় নিপুন চেষ্টা
সাথে করে ধৈর্য্য নিষ্ঠা
পাবে সাধন মোহনা।
অনুরাগ সাধনায় সে নাম
হৃদ কমলে জপো অবিরাম
তবেই পাবে সে বাঞ্ছিত ধাম
যেথা নাই কোন ছলনা।
সুফি ঋষি, ফকির, দরবেশ
পাগল, বাউল, সাই আর তাপস
অধম লাবিব এদের চরণ পাপোশ
মহাত্মায় প্রেম খুঁজনা।
রচনাকাল – 11/12/2012