সংগীত – সুরের ভূবনে প্রিয় আসিও প্রাণে

লাবিব মাহফুজ

সুরের ভূবনে প্রিয় আসিও প্রাণে
সুরের ছন্দ হয়ে হৃদয় কাননে।

চরণ মায়ার ভূবনে যে প্রাণ
বিরহের সুরে তারে সঁপিলে বাঁধন,
আনিলে বেদন, ভেজালে নয়ন
সুরের আকুতি হয়ে লুকালে বিজনে।

এইতো প্রেমের সাধ সাধনা
বিরহের তরে প্রাণে বাড়িছে বাসনা,
হৃদয় স্বর্গ দ্বারে, বিরহ ঝান্ডা ধরে
প্রেম মোর নিরবধী রহিবে যতনে।

রচনাকাল – 22/0/2018

আপন খবর